ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১
good-food
২৬৯

বুথফেরত জরিপে আবার এগিয়ে মমতা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০১ ৩০ এপ্রিল ২০২১  

নির্বাচনের পর বুথফেরত বেশিরভাগ জরিপে ইঙ্গিত মিলছে মমতা আবার ক্ষমতায় আসছেন। দুএকটি মিডিয়া   হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও হ্যাটট্রিক করে পশ্চিমবঙ্গে মমতাই থাকছেন। আসাম, কেরালা ও তামিলনাড়– রাজ্য ছাড়াও কেন্দ্রীয় অঞ্চল পুদুচেরিতেও বিধানসভার ভোট হয়েছে। 

 

পশ্চিমবঙ্গে আট দফার ভোটগ্রহণ শেষ হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন প্রতিষ্ঠান বুথফেরত জরিপ প্রকাশ করা করে। সরকার গঠনে দরকারের চেয়ে বেশি আসনে ক্ষমতাসীন তৃণমূলের জয় পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে ছয়টি জরিপের গড় ফলে। তবে আভাস মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ।

 

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছিলেন। ষোলো সালেও তিনি জয় পান। এবার জয় পেলে টানা তিনবার তার নেতৃত্বে জয় পাবে তৃণমূল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর